ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। একইসঙ্গে আগামী শুক্রবারের মধ্যেই এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন।
নির্দেশ জারি হতেই নবান্নে শুরু হয়েছে তৎপরতা। এদিনই মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে যেখানে পদ ফাঁকা আছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সূত্রের খবর, কিছু বিধানসভা কেন্দ্রে কমিশনের কাছে পাঠানো নামের তালিকা অসম্পূর্ণ ছিল। তাই ফের চিঠি পাঠিয়ে কমিশন নিয়োগের কাজ শেষ করার তাগিদ দিয়েছে। নিয়োগ ঝুলে থাকলে ভোটের প্রস্তুতিতে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে কমিশন।
আরও পড়ুন – নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন
_
_
_
_
_
_