Thursday, August 28, 2025

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

Date:

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের মোট ৯৪টি পুরসভা। স্বচ্ছ ভারত মিশনের সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের ১২৮টি পুরসভার মধ্যে এতগুলিতেই আর একটিও উন্মুক্ত শৌচ নেই। সেই সূত্রেই কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে ‘ওডিএফ প্লাস’ শংসাপত্র।

অর্থাৎ, শুধু শহরের পরিকাঠামো নয়, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায়ও সরকারি স্বীকৃতি পেল বাংলার পুরসভাগুলি। কলকাতা ছাড়াও আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব–পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ–উত্তর দিনাজপুর সহ একাধিক জেলার পুরসভা এই স্বীকৃতি পেয়েছে। এছাড়া আরও সাতটি পুরসভা পেয়েছে ‘ওডিএফ’ সম্মান। ফালাকাটা, দার্জিলিং, বালি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, উত্তর দমদম ও ঝালদা রয়েছে সেই তালিকায়।

এ প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পরিবেশ সচেতনতা ও নাগরিক স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই স্বীকৃতিই প্রমাণ করছে বাংলার পুরসভাগুলি সঠিক পথে এগোচ্ছে।” তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের কর্মসংস্কৃতি যেমন দেশজুড়ে স্বীকৃতি পেয়েছে, তেমনই এবার কেন্দ্রের এই শংসাপত্র বাংলার জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় পথপ্রদর্শক ভূমিকার প্রমাণ। পুর দফতরের মতে, এই সাফল্য কেবল প্রশাসনিক নয়, নাগরিক অংশগ্রহণকেও আরও উৎসাহিত করবে।

আরও পড়ুন – ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version