Wednesday, May 14, 2025

ফুলবাগান হত্যাকাণ্ড: সুপারি কিলারের আগে বিষ দিয়ে খুন করতে চেয়েছিলেন অমিত

Date:

সুপারি কিলারের খোঁজ করার আগে সাপের বিষ দিয়ে শিল্পী আগরওয়ালকে খুন করতে চেয়েছিলেন তাঁর স্বামী অমিত আগরওয়াল। এই নিয়ম ইন্টারনেটে লেখাপড়া করেন তিনি। তাঁর 70 পাতার সুইসাইড নোট ক্রমশ ভাবিয়ে তুলছে তদন্তকারীদের। সময় যত গড়াচ্ছে ততই মিলছে নানা তথ্য। বুধবার, অমিতের শ্বশুরবাড়ি রামকৃষ্ণ সমাধি রোডে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। ছিলেন লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা ও ফুলবাগান থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেন তাঁরা।

তদন্তে নেমে পুলিশ অমিত আগরওয়ালের মোবাইল ফোনের পিন ক্র্যাক করতে পারেন। চারটি শূন্য দিয়ে ফোন লক করে রাখতেন অমিত। সে ফোন খুলতে পেরেছেন তদন্তকারীরা।

একই সঙ্গে জানতে পেরেছেন, সোমবার বিকেল তিনটে 56 মিনিটে ছেলেকে নিয়ে এয়ারপোর্টে নামার পর থেকে আত্মহত্যার আগে পর্যন্ত তিনটি ই-মেল করেছিলেন তিনি। সেই ই-মেলগুলিতে বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন যে শিল্পীকে তিনি খুন করেছেন।

কিন্তু প্রশ্ন উঠছে যে পুত্রকে এতো ভালোবাসতেন অমিত, যাকে ছাড়া থাকার কথা তিনি ভাবতে পারতেন না। তাকে এভাবে একলা করে চলে গেলেন কেন?

অমিতের 70 পাতার সুইসাইড নোট নিয়ে মনোবিদদের সঙ্গে পরামর্শ করতে চান তদন্তকারী অফিসাররা।

জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গিয়েছে, সংসারে তিনি শেষ কথা বলবেন- এটাই চাইতেন অমিত। স্ত্রীর মতামতের গুরুত্ব ছিল না।

শুধু তাই নয়, তাদের দুজনের মধ্যে অশান্তির জন্য শ্বশুরবাড়িকে দায়ী করতে অমিত। তাঁর ধারণা ছিল, তারাই শিল্পীকে কুপরামর্শ দিচ্ছে।

তবে এখনও তদন্তকারীরা মনে করছেন, হয়তো এই পরিকল্পনার কথা আরও কাউকে জানিয়েছিলেন অমিত। সে ব্যক্তি কে? তার খোঁজে তদন্ত চলছে।

Related articles

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...
Exit mobile version