সুপারি বাগানে মরণফাঁদ, প্রাণ গেল হস্তিশাবকের

0
1

খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল এক দল হাতি। পরিণতি হল মর্মান্তিক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক হস্তিশাবকের। বুধবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া পূর্ব মাদারিহাটে।

ঠিক কী ঘটেছিল? এলাকাবাসীরা জানান , এদিন ভোরবেলা আলিপুরদুয়ারের পূর্ব মাদারিহাটের বাসিন্দা মনোজিৎ বর্মণের বাড়ির সুপারি বাগানে ঢোকে পড়ে বুনো হাতির দল। সেই দলে ছিল একটি হস্তিশাবকও। বাগানে যখন হাতিদের তাণ্ডব চলছে, তখনই ঘটে বিপত্তি। একটি সুপারি গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তারটি ছিঁড়ে যায়। সেই তার দেহে জড়িয়ে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই হস্তিশাবকটি এবং ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে হাতির চিৎকার শুনে সুপারি বাগানে জড়ো হন আশেপাশের লোকজন। বিপদ বুঝে অন্য হাতিগুলিকে তাড়িয়ে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলদাপাড়া অভয়ারণ্যের বনকর্মীরা। হস্তিশাবকের দেহটি উদ্ধার ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা তৎপর না হলে, বিদ্যুস্পৃষ্ট হয়ে আরও বেশ কয়েকটি হাতির মৃত্যু হত।