Tuesday, November 18, 2025

“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের

Date:

“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” এমনই প্রশ্ন তুলে আজ, বৃহস্পতিবার বউবাজার এলাকায় বিক্ষোভ দেখালো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল বলে জানিয়েছে আই এন টি ইউ সি নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠিও তারা পাঠিয়েছে বলে জানান আইএনটিইউসি সভাপতি প্রমোদ পান্ডে।

তাঁদের অভিযোগ, শহর কলকাতায় দুটি উল্লেখযোগ্য সরকারি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ এবং বাঙ্গুর হাসপাতাল। যা করোনা চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে কোভিড হাসপাতাল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি একটি প্রশ্ন তুলেছেন, যদি এই দুটি বড় হাসপাতলে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা হয় তাহলে বাদবাকি অন্যান্য রোগের চিকিৎসা কোথায় হবে? সে ক্ষেত্রে সরকারি হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা থেকে থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। যা সঠিক নয় বলে দাবি করেন প্রমোদ পান্ডে।

আরও অভিযোগ, যদি করোনা রোগী ছাড়া অন্য কেউ এই হাসপাতালে যান তাদেরকে দেখছেন নার্স বা ওয়ার্ড বয়। ডাক্তার তাদেরকে দেখছেন না। তাছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল যা সাধারণ মানুষের পক্ষে খরচা করা সম্ভব নয়।

এদিন বিক্ষোভকারীরা করোনা রোগী সেজে একটি প্রতীকী প্রতিবাদের রূপ দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিক্ষোভের আকার বিশাল হলে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version