আজ থেকে ৪৫ বছর আগে এই দিনেই ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী সেই সিদ্ধান্তে রাতারাতি বদলে যায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের চেহারা। জরুরি অবস্থার বর্ষপূর্তিতে সেই অন্ধকার সময়ের জন্য কংগ্রেস তথা গান্ধী পরিবারকে ফের দায়ী করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনকারীদের সম্মান জানানোর পাশাপাশি কড়া আক্রমণ করলেন গান্ধী পরিবারকে।
১৯৭৫ সাল থেকে প্রায় দু’বছর দেশে জারি ছিল এই জরুরি অবস্থা। এর বিরোধিতায় ওইসময় যারা আন্দোলন করেন, কারাবরণ করেন তাঁদের সম্মান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মন্তব্য, ৪৫ বছর আগে একটা পরিবারের লোভে গোটা দেশ কারাগারে পরিণত হয়েছিল। জনগণের বাক স্বাধীনতা, সংবাদমাধ্যম, আদালত; সবার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। গরিব ও পিছিয়ে পড়া মানুষের উপর যথেচ্ছ অত্যাচার হয়েছিল। মানুষের আন্দোলনের চাপেই সরকার শেষ পর্যন্ত পিছু হঠে। অমিত শাহের কটাক্ষ, দেশের লাভের চেয়ে পরিবারের লাভই কংগ্রেসের কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ। আজও একই অবস্থা কংগ্রেস দলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপি সভাপতি জেপি নাড্ডাও টুইট করে জরুরি অবস্থার জন্য কংগ্রেস দলের স্বৈরাচারী মনোভাবকেই দায়ী করেছেন।