কয়েক হাজার কোটি টাকার ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারিতে প্রথম চার্জশীট পেশ করল সিবিআই। ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ও প্রাক্তন সিইও রানা কাপুর ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত হিসাবে নাম আছে ডিএইচএফএল সংস্থার দুই প্রোমোটার তথা কপিল ও ধীরাজ ওয়াধেওয়ানের। আর্থিক তছরুপ ও ঋণের বিনিময়ে বহু কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। সিবিআই ছাড়াও ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারি নিয়ে পৃথক তদন্ত চালাচ্ছে ইডি।
