করোনা পরিস্থিতি: সিবিএসই, আইসিএসই-র পরীক্ষা বাতিল, জানাল সংশ্লিষ্ট বোর্ড

মহামারির কোপ পড়েছে পরীক্ষা ব্যবস্থাতেও। পড়ুয়াদের স্বার্থে পরীক্ষা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই এবং আইসিএসই। সংশ্লিষ্ট বোর্ড সুপ্রিম কোর্টে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। দেখে নিন কী সিদ্ধান্ত নেওয়া হলো-

▪️অতিমারি আবহে স্থগিত করা হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষা।

▪️ উত্তর-পূর্ব দিল্লিতে সিবিএসই দশমের যে পরীক্ষাগুলি বাকি ছিল তা বাতিল করা হয়েছে।

▪️পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পড়ুয়ারা আবেদন করলে তবেই নেওয়া হবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা।

▪️ প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার মূল্যায়ন হবে।

▪️সিবিএসই নিয়ে শুক্রবার ফের শুনানি সুপ্রিম কোর্টে।

▪️আইসিএসই বাতিল করা হয়েছে।

▪️আইএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

▪️ সংশ্লিষ্ট পরীক্ষা পরে আর নেওয়া হবে না।

▪️ বাতিল হয়ে যাওয়া পরীক্ষার মূল্যায়ন হবে প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে।

Previous articleইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারিতে প্রথম চার্জশিট পেশ সিবিআইয়ের
Next articleআন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভারতে বাড়বে কেন? কেন্দ্রকে তোপ সমীরের