Sunday, November 16, 2025

রথের দিনই চন্দননগরের আলোক শিল্পীদের হালখাতার রেওয়াজ। এইদিনই বড় দুর্গা পুজো কমিটিগুলি সেই বছর আলোর খেলায় কী হবে সেই বরাত দিতে চন্দননগর যান। পুজো কমিটিগুলির থেকে বায়না পেয়ে কোমর বেঁধে নেমে পড়েন আলোর জাদুকররা। কিন্তু এবছর করোনার আবহে সব কিছু থমকে গিয়েছে। চন্দননগরের এক পরিচিত আলোক শিল্পী বাবু পাল জানান, চন্দননগরের আলোর খ্যাতি জগৎ জোড়া। দেশের গণ্ডি পেরিয়ে সাগরপারের বিভিন্ন দেশেও নানা অনুষ্ঠানে আলোর ভেলকি দেখাতে সারা বছর ব্যস্ত থাকেন আলোক শিল্পীরা। কিন্তু এবছর সব কিছু স্তব্ধ। কলকাতা, দিল্লি, মুম্বই- বড় বড় পুজো কমিটিগুলি রথযাত্রার দিন বায়না নিয়ে তাঁদের কাছে যান। কিন্তু এবছর কেউ জানে না আদৌ পুজো হবে কি না। কর্মচারীরাও লকডাউনের কারণে  প্রায় কর্মহীন।

আলোক শিল্পীদের মতো মৃৎশিল্পীদের কাছে রথের দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, এই দিন কাঠামো পুজোর মাধ্যমে দুর্গা প্রতিমা নির্মাণ শুরু করেন শিল্পীরা। হুগলির মৃৎশিল্পী স্বপন পালের বক্তব্য, অন্যবার এই সময় প্রতিমার কাঠামো প্রায় সম্পূর্ণ হয়ে যায়। পুজো কমিটির কর্তাদের আনাগোনায় ব্যস্ত থাকে গোলা। এবছর কী হবে তা তা জানা নেই। এবছর অন্নপূর্ণা, বাসন্তী, ভবানী পুজো সবই হয়েছে ঘট ও পটের মাধ্যমে। চারমাস লকডাউনে নিঃস্ব শিল্পীরা। এখনও পর্যন্ত দু-চারটি প্রতিমার বরাত পেয়েছেন তাঁরা। অতিমারির আতঙ্ক কাটিয়ে সব কিছু আবার কবে স্বাভাবিক হবে? এই চিন্তায় ঘুম উড়েছে শিল্পীদের।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version