Tuesday, August 26, 2025

পাহাড় দিচ্ছে হাতছানি। মন চাইছে ছুটে যেতে পাহাড়ের কোলে। কিন্তু অতিমারির কারণে লকডাউন। বন্ধ ছিল পাহাড়ের পর্যটন। এবার মন খারাপের অবসান। ১ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে পাহাড়ের হোটেল,হোম স্টে। দার্জিলিং, কালিম্পং-এ এই বিষয়ে চালু করা হয়েছে হেল্প ডেস্ক।  তবে হোটেল হোম স্টে চালু হবে কিছু নিয়ম মেনে। পর্যটকদের ক্ষেত্রেও থাকছে নিয়ম।

কী কী নিয়ম মানতে হবে?

১) পর্যটকদের কাছে অবশ্যই থাকতে হবে ফিট সাটিফিকেট তবেই হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে।

২) হোটেলে প্রবেশের আগে করা হবে থার্মাল স্ক্রীনিং।

৩) প্রত্যেকদিন হোটেলের রুম স্যানিটাইজ করা হবে।

৪) মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে পর্যটকদের জন্য।

৫) হোটেলগুলিতেও থাকবে স্যানিটাইজার।

৬) সংক্রমণ রুখতে হোটেলের একটি ঘর পর্যটকরা ছেড়ে যাওয়ার পর ওই ঘরটি প্রথমে স্যানিটাইজ করা হবে। সেই প্রক্রিয়ার ২৪ ঘণ্টা পর ফের ওই ঘরটি ভাড়া দিতে পারবেন হোটেলমালিক।

হোটেলগুলির পাশাপাশি বিধি-নিষেধ রয়েছে গাড়িচালকদের জন্যও। এবার থেকে গাদাগাদি করে পর্যটক নিয়ে যেতে পারবে না গাড়িগুলি। স্বাস্থ্য বিধি মেনে গাড়ির অর্ধেক অংশে পর্যটক নিয়ে ঘোরা যাবে।

প্রসঙ্গত,ইতিমধ্যেই পাহাড়ের পর্যটন নিয়ে বৈঠক সেরেছে প্রশাসন। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বৈঠক হয়েছে হোটেল মালিক, ট্যুর অপারেটার্স, পুলিশ বিভাগ, ট্র‍্যাভেল অপারেটার্স-সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে। সেই বৈঠকেই সর্বরসম্মতভাবে আগামী ১ জুলাই থেকে দার্জিলিঙের পর্যটনশিল্প ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত হয়েছে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version