বলবীর চাঁদকে চিনতে পারছেন? হুবহু সচিনের মতো দেখতে বলবীরের করোনা পরিস্থিতিতে দু বেলা খাবার জুটছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলবীর জানিয়েছেন, তিনি যে দোকানে কাজ করেন সেই দোকানের মালিক ব্যাবসায় ক্ষতি হওয়ায় অনেক কর্মীর সঙ্গে তাকেও ছাড়িয়ে দিয়েছেন।
এরপরই ৫০ বছরের বলবীর ১০ জুন পাঞ্জাবের সহলোন গ্রামে যান। সেখানে বলবীর সহ তার পরিবারের সদস্যদের করোনা পজিটিভ ধরা পরে।চলতি সপ্তাহে আইসোলেশন থেকে বেরোনোর অনুমতি পেয়েছেন। কিন্তু কিভাবে দুবেলা পরিবারের অন্ন সংস্থান হবে তা নিয়ে রীতিমতো দিশেহারা তিনি।
১৯৯৯ সালে সুনীল গাভাসকার কমেন্ট্রি বক্সে শচীনের মতো দেখতে বলবীর কে আমন্ত্রণ জানিয়েছিলেন । তখনই তিনি দেশজুড়ে বিখ্যাত হয়ে যান। সচিনের সঙ্গে সাক্ষাতের জন্য যখন তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়, তখন সঙ্গে ছিল ছটি ছবি। এ প্রসঙ্গে বলবীরের স্মৃতিচারণা, সেই ছটি ছবিতে অটোগ্রাফের সচিনকে অনুরোধ করি। যখন আমি সচিনকে বলি এগুলো আমার ছবি আপনার নয়। তা শুনে চমকে যান কিংবদন্তী ক্রিকেটার।
এমনকি সচিনের সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনেও দেখা গিয়েছে বলবীরকে।
সচিনের মতো দেখতে বলে বলিউডের সিনেমাতেও দেখা যায় বলবীরকে। অনেকক্ষেত্রেই বিভিন্ন অনুষ্ঠানে বলবীরকে আমন্ত্রণ জানিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন উদ্যোক্তারা। সচিনের সঙ্গে মিল থাকায় অনেক সম্মান পেলেও তিনি কিন্তু কোনওদিনই টাকা পয়সা পাননি। তাই এই করোনা আবহে নিদারুণ অর্থকষ্ট তাঁর নিত্যসঙ্গী ।
