Thursday, August 28, 2025

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত রাজপুত

Date:

‘No foul play’, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত৷ অভিনেতার মরদেহের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেয়েছে মুম্বই পুলিশ৷ এই রিপোর্টে বলা হয়েছে, খুন বা অস্বাভাবিক মৃত্যু নয়, অভিনেতা আত্মহত্যাই করেছেন৷ পাঁচ জন চিকিৎসকের সই আছে এই রিপোর্টে৷

ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে :

◾সুশান্ত সিং রাজপুত গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার ফলে তাঁর শ্বাস বন্ধ (choked) হয়েছিল।

◾মৃত্যুর কারণ হিসাবে গলায় ফাঁস বা অ্যাসফিক্সিয়া (Asphyxia) উল্লেখ করা হয়েছে।

◾মুম্বই পুলিশের হাতে আসা চূড়ান্ত ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, কোনও ধস্তাধস্তির চিহ্ন বা বাহ্যিক আঘাত অভিনেতার শরীরে পাওয়া যায়নি৷

◾গলায় কোনও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি।

◾অভিনেতার নখে কোনও দ্বিতীয় ব্যক্তির ডিএনএ (চুল বা রক্ত) নেই।

◾এই ময়না তদন্তের রিপোর্টে পাঁচজন চিকিৎসক-সহ সুশান্ত রাজপুতের ঘনিষ্ঠ একজনের সই আছে।

◾বান্দ্রা থানা জানিয়েছে, আবাসনের সব CCTV ঘটনার দিন চালু ছিলো৷

◾ঘটনার সময় অভিনেতার পোষ্য অন্য ঘরে ছিল। সে এখনও জীবিত।

◾একমাত্র প্রত্যক্ষদর্শী পরিচারক ছাড়া তৃতীয় কোনও মানুষ সে সময় সুশান্তের ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না।

◾এই মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের বয়ান নথিভুক্ত হয়েছে। এদের মধ্যেই আছেন, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ও বোন, সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু, পরিচারক এবং একাধিক কর্মচারী৷

◾মুম্বই পুলিশ জানিয়েছে, অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলে দায়ের হওয়া অস্বাভাবিক মৃত্যুর মামলা প্রত্যাহার করে নেওয়া হবে৷

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতকে গত ১৪ জুন তাঁর মুম্বই বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃতদেহ ওই দিনেই ময়নাতদন্তের জন্য মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছিলো৷

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version