Monday, May 12, 2025

আলাদা অফিস খুলে দলের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন মুকুল রায় ? বঙ্গ-বিজেপিতে জল্পনা

Date:

মানসিক একটা দূরত্ব আগেই ধরা পড়েছিলো৷

এবার সম্ভবত দলের সঙ্গে ‘সামাজিক দূরত্ব’-ও বাড়াতে চলেছেন বিজেপি নেতা মুকুল রায়৷

তিনি বলেছেন, “রাজ্য বিজেপি দপ্তরের পরিবেশ খুবই আনহাইজিনিক।
আমার বয়স হয়েছ, হাই সুগার আছে। আমি দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি। ৬ মুরলীধর সেন লেনে আর যাবো না। ওখানে পরিচ্ছন্নতার কোনও বালাই নেই৷ ঘিঞ্জি পরিবেশ। সল্টলেকে নতুন অফিস খুঁজছি।”

এবং বলেছেন, “আমি বিজেপির রাজ্য পদাধিকারী নই। ফলে আমার রাজ্য দপ্তরে যাওয়া বাধ্যতামূলকও নয়।”
মুকুল রায়ের এই ঘোষণা কানে গিয়েছে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ তাঁর প্রতিক্রিয়া, “উনি ঠিকই করেছেন। আমিও কম যাচ্ছি। সবাইকে বলেছি, প্রয়োজন ছাড়া পার্টি অফিসে অকারণ ভিড় করার প্রয়োজন নেই।”
এদিকে মুকুলের এই সিদ্ধান্তে দলের অন্দরে জল্পনা বাড়িয়েছে৷ অনেকেই বলছেন, “তাহলে উনি কি দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন?” কেউ কেউ বলছেন, “সল্টলেকে নতুন অফিস খুলে সেখান থেকে বিধানসভা ভোটের ঘুঁটি সাজিয়ে নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন৷

আর মুকুল-শিবিরের বক্তব্য, “এর মধ্যে কোনও রহস্য নেই৷ অমিত শাহই দাদাকে আলাদা অফিস খুলে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন।”

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version