মহানগরীতে সাইকেল লেন, প্রয়োজনে কিছু হকারকেও সরাবে পুরসভা

কলকাতা শহরে সাইকেল লেন তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছে কেএমডিএ। ইতিমধ্যে দিল্লির একটি সংস্থাকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। প্রাথমিকভাবে শহরের ৬০টি লেনকে জন চিহ্নিত করা হয়েছে। খরচ পড়বে ২৫ লক্ষর কাছাকাছি। শীঘ্রই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম জানিয়েছেন।

লকডাউন পর্বের পর আনলক পর্ব শুরু হওয়ার পরেই যানবাহনের অপ্রতুলতার কারণে রাস্তায় সাইকেল চলাচল বেড়েছে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছিল কলকাতার রাস্তায় সাইকেল লেন তৈরি করার জন্য। ফিরহাদ জানান, যেহেতু অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি হয়েছে, তাই কলকাতার রাস্তায় সাইকেলের রাস্তা তৈরির সমস্যা তো আছেই। এক্ষেত্রে ফুটপাতে হকারদের সরানো পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ৩০% হকারকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়ে রাস্তার জায়গা তৈরি করার পরিকল্পনা হয়েছে। যদিও সল্টলেক কিংবা বাইপাসের ক্ষেত্রে এই সমস্যা কার্যত নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা পুলিশ শহরের কিছু রাস্তা বাদ দিয়ে সব ছোট রাস্তাতেই সাইকেল চালানোর নির্দেশিকা জারি করে। কিন্তু লেন না থাকায় দুর্ঘটনার সম্ভাবনা রয়ে গিয়েছে। বিদেশের মতো মহানগরীর বুকে সাইকেল লেন করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ সংস্থাকে সামনে রেখে। পুজোর আগে নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Previous articleBreaking: মুখ্যসচিবের মেয়াদ বাড়ছে, বঞ্চিত আলাপন?
Next articleবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে