Monday, November 3, 2025

করোনা সন্দেহে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে, ফিরে দেখলেন সর্বস্ব লুট!

Date:

করোনা সন্দেহে সরকারি নির্দেশ মেনে গোটা পরিবারকেই যেতে হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে মাথায় হাত আদক পরিবারের। যেমনটা জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি বড় পোল, আদক পাড়ার বাসিন্দা শুভঙ্কর আদক, পেশায় গাড়ির চালক। মুম্বই থেকে যাত্রী নিয়ে গত ১২ জুন কলকাতায় আসার পরের দিন থেকেই জ্বরে আক্রান্ত হন।

করোনা সন্দেহে তাঁকে মুচিশা লক্ষ্মী বালা দত্ত গ্রামীন হাসপাতাল থেকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। ১৫ তারিখ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই শুভঙ্করের পরিবারের বাকি ১৪ জন সদস্যকে বিড়লাপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকতে চায়, বাড়ির নিরাপত্তার কথা ভেবে। কিন্তু নোদাখালি থানার পক্ষ থেকে বাড়ির নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতি দেওয়া হলে আদক পরিবার কোয়ারেন্টাইন সেন্টারে যেতে রাজি হয়।

আদক পরিবারের সেই ১৪ জন সদস্যের মধ্যে পাঁচজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসলে, তাঁদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে তাঁদের মাথায় হাত।

তাঁরা দেখেন, পরিবারের প্রায় সবকটি ভাইয়ের ঘরের দরজা ভেঙে আলমারির যাবতীয় জিনিস তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবার সূত্রে দাবি, আনুমানিক ১০ লক্ষ টাকার নগদ ও গয়না চুরি গিয়েছে। নোদাখালি থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে।

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version