Sunday, November 9, 2025

‘গণশক্তি’র প্রতিবেদন আংশিক প্রকাশ করা ঠিক হয়নি, ভুল স্বীকার করে টুইট বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Date:

সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায় দিন কয়েক আগে লাদাখের সংঘর্ষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । ওই প্রতিবেদনের একটি অংশ বিজেপি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অভিযোগ করে, সিপিএম -এর মুখপত্র বেজিংয়ের ভাষায় কথা বলছে।
ওই প্রতিবেদনের অংশটি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছিলেন সিপিএম নেতৃত্বও। পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম অভিযোগ করেন, প্রতিবেদনের বক্তব্যকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপিত করেছে বিজেপি যা ক্ষমার অযোগ্য। তবু বিজেপি নেতৃত্ব তাঁদের বক্তব্যে অনড় ছিল। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব নিজেদের ভুল স্বীকার করেন, যা কার্যত সিপিএমের বক্তব্যকে সমর্থন করলো।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, গণশক্তির প্রতিবেদনে বেইজিংয়ের বক্তব্য লেখা হয়েছিল। ওই বক্তব্য কখনওই গণশক্তির নিজস্ব বক্তব্য ছিল না। এভাবে প্রতিবেদনের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভুল করা হয়েছিল। মহম্মদ সেলিমের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ যা বলেছিলেন তা আমিও সমর্থন করি।
বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃশানু মিত্র লেখেন,
এটি তখনই ঘটে যখন পুরো সিস্টেমটি মধ্যযুগীয় এবং সুবিধাবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।
গণশক্তি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওই অংশ সম্পর্কে বিজেপির বক্তব্যের বিরোধিতা করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিম অভিযোগ করেন, গণশক্তিতে প্রকাশিত খবরকে বিকৃত করে, ফেক নিউজ বানিয়ে অপপ্রচার চলছে। এটাই ফ্যাসিস্টদের চরিত্র। এর তীব্র নিন্দা করছি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version