Wednesday, December 17, 2025

‘‌রাজীব গান্ধী ফাউন্ডেশন’–এর ঝুলিতে চিনের অনুদান ঢুকত,‌ বিস্ফোরক অভিযোগ বিজেপির

Date:

Share post:

লাদাখ কাণ্ডের শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার পালটা দিতে আসরে নামল বিজেপি। তাঁদের দাবি, রাজীব গান্ধী ফাউন্ডেশনে টাকা ঢেলেছে চিন!
বিজেপির অভিযোগ, ২০০৫-২০০৬ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনে ডোনেশন দিয়েছে ভারতের চাইনিজ অ্যাম্বাসি।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেছেন, ‘ইউপিএ আমলে চিনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? যে ডোনেশন দেওয়া হয়েছিল, সেটা কি চিনের আনুগত্য নয়? তারপরই কি চিনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়নি?’
বিজেপির এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাঁরা মূলত প্রধানমন্ত্রীকেই নিশানা করে চলেছেন। রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘মোদি সরকার করোনা মহামারী এবং পেট্রোল-ডিজেলের দামকে আনলক করেছে।’
উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে তৈরি সংস্থাটির সভাপতি সোনিয়া গান্ধী। এছাড়াও পরিচালনা সমিতিতে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পি চিদম্বরমের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা। রবিশংকর প্রসাদের দাবি অনুযায়ী, ২০০৫-২০০৬ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনকে প্রায় ৯০ লাখ টাকা অনুদান দিয়েছে চিন।

বিজেপির সভাপতি জেপি নাড্ডার দাবি, ‘‌ডঃ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর পিএম ফান্ড থেকে টাকা যেত ‘‌রাজীব গান্ধী ফাউন্ডেশন’–এর তহবিলে।’‌ টুইটারে তাঁর এই দাবি প্রমাণ করার জন্য তিনি একটি নথিও পেশ করেছেন। তাঁর অভিযোগ, ২০০৮ সালে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে উচ্চ পর্যায়ে পারস্পরিক মতামত বিনিময়ের জন্য চুক্তি করে তৎকালীন শাসকদল কংগ্রেস ও চিনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সেই চুক্তিতে সই করেছিলেন সেইসময় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ও চিনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। সেই প্রসঙ্গ টেনে এনে জেপি নাড্ডা বলেন, এটা কি কংগ্রেসের মউ চুক্তির ফল!

spot_img

Related articles

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...