টানা ২১ দিন, ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম!

একটানা বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে টানা ২১ দিন। আজ, শনিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এদিন দিল্লিতে লিটার পিছু ২৫ পয়সা বাড়ল পেট্রল ও লিটার পিছু ২১ পয়সা বাড়ল ডিজেলের দাম। সবমিলিয়ে নয়াদিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮০.৩৮ টাকা ও ডিজেলের ৮০.৪০ টাকা। অর্থাৎ, পরপর তিনদিন রাজধানীতে পেট্রলের চেয়েও দামি হল ডিজেল।

অন্যদিকে, কলকাতায় আজ পেট্রলের দাম লিটার পিছু ২৩ পয়সা বেড়ে দাঁড়াল ৮২.০৫ টাকা এবং ডিজেল ১৮ পয়সা বেড়ে হল ৭৫.৫২ টাকা। ফলে কলকাতায় টানা ২১ দিনে পেট্রলের দাম বাড়ল লিটার পিছু ৮.৭৫ টাকা এবং ডিজেল লিটার পিছু বাড়ল ৯.৯০ টাকা।

Previous articleকলকাতার জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী স্পেশাল ট্রেন, সিদ্ধান্ত রেলের
Next articleচিনকে হাতিয়ার করেই কি ফের কংগ্রেসের মসনদে ফিরতে মরিয়া রাহুল?