Monday, January 12, 2026

‘‌রাজীব গান্ধী ফাউন্ডেশন’–এর ঝুলিতে চিনের অনুদান ঢুকত,‌ বিস্ফোরক অভিযোগ বিজেপির

Date:

Share post:

লাদাখ কাণ্ডের শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার পালটা দিতে আসরে নামল বিজেপি। তাঁদের দাবি, রাজীব গান্ধী ফাউন্ডেশনে টাকা ঢেলেছে চিন!
বিজেপির অভিযোগ, ২০০৫-২০০৬ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনে ডোনেশন দিয়েছে ভারতের চাইনিজ অ্যাম্বাসি।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেছেন, ‘ইউপিএ আমলে চিনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? যে ডোনেশন দেওয়া হয়েছিল, সেটা কি চিনের আনুগত্য নয়? তারপরই কি চিনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়নি?’
বিজেপির এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাঁরা মূলত প্রধানমন্ত্রীকেই নিশানা করে চলেছেন। রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘মোদি সরকার করোনা মহামারী এবং পেট্রোল-ডিজেলের দামকে আনলক করেছে।’
উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে তৈরি সংস্থাটির সভাপতি সোনিয়া গান্ধী। এছাড়াও পরিচালনা সমিতিতে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পি চিদম্বরমের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা। রবিশংকর প্রসাদের দাবি অনুযায়ী, ২০০৫-২০০৬ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনকে প্রায় ৯০ লাখ টাকা অনুদান দিয়েছে চিন।

বিজেপির সভাপতি জেপি নাড্ডার দাবি, ‘‌ডঃ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর পিএম ফান্ড থেকে টাকা যেত ‘‌রাজীব গান্ধী ফাউন্ডেশন’–এর তহবিলে।’‌ টুইটারে তাঁর এই দাবি প্রমাণ করার জন্য তিনি একটি নথিও পেশ করেছেন। তাঁর অভিযোগ, ২০০৮ সালে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে উচ্চ পর্যায়ে পারস্পরিক মতামত বিনিময়ের জন্য চুক্তি করে তৎকালীন শাসকদল কংগ্রেস ও চিনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সেই চুক্তিতে সই করেছিলেন সেইসময় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ও চিনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। সেই প্রসঙ্গ টেনে এনে জেপি নাড্ডা বলেন, এটা কি কংগ্রেসের মউ চুক্তির ফল!

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...