লকডাউনের জের। তার ছোঁয়া লাগলো এবার রাজ্য বিধানসভার বিধায়কদের গায়ে। লকডাউনের জেরে বিধানসভা বন্ধ। ফলে হচ্ছে না কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠক। তাই ভাতাও বন্ধ বিধায়কদের। এই কারণেই মুখ খুলেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মান্নানের অভিযোগ, অন্য রাজ্যের তুলনায় এখানকার বিধায়করা এমনিতেই কম টাকা পান। এই টাকা আবার তিন মাস ধরে আটকে রয়েছে। মান্নানের জিজ্ঞাসা, বিধায়করা কি এবার ভিক্ষা করবেন? বিধানসভার অধ্যক্ষ বলেছেন দেখা যাক কি হয়! এই করে তো তিন মাস চলে গেল!
স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিলেই প্রতিদিন ২ হাজার টাকা করে ভাতা পান বিধায়করা। সেক্ষেত্রে মাসে ৬০ হাজার টাকা ভাতা বাবদ হয়। আগে বিধায়কদের দৈনন্দিন ১ হাজার টাকা ও ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষেত্রে ২ হাজার টাকা ভাতা ছিল। এখন বিধায়কদের ২হাজার টাকা ও মন্ত্রীদের ৩ হাজার টাকা বেড়ে হয়েছে। বিধায়কদের বেতন ২১,৮০০ টাকা আর দৈনিক ৬০ হাজার টাকা ভাতা মিলিয়ে মাসে ৮১, ৮০০ টাকা। ক্যাবিনেট মন্ত্রীদের মাসিক বেতন ২২,৮০০টাকা। দৈনিক ভাতা ৩ হাজার টাকা হিসাবে মাসে ১,১২,৮০০ টাকা।