৩ জুলাই তৃণমূলের মেগা ভার্চুয়াল সভায় কী বলবেন মমতা?

তৃণমূল কংগ্রেসের মেগা ভার্চুয়াল সভা। যে সভা থেকে একুশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন তৃণমূল সুপ্রিমো। ৩ জুলাই বিকেল ৪টে। মধ্যমণি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সভাপতিসহ দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপিকে পরাস্ত করতে দলীয় নেতৃত্বের কাছে স্ট্র‍্যাটেজি সজিয়ে দেবেন নেত্রী। সেই মেগা সভা নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সাংগঠনিক তৎপরতা। মূলত এই প্রচারের অভিমুখ থাকবে বিজেপি প্রতিরোধে দলীয় স্ট্র‍্যাটেজি। তৃণমূল সূত্রে খবর, তুলে ধরা হবে বিজেপির ভাষা সন্ত্রাস, বিজেপির ধর্মীয় রাজনীতির অভিযোগ, কেন্দ্রের বঞ্চনা, বাংলাকে বঞ্চনার বিষয়গুলি। জেলা, ব্লক থেকে একবারে পঞ্চায়েত-পুরসভাস্তরে এই আন্দোলন নিয়ে যেতে চায় তৃণমূল। কেন ভার্চুয়াল সভা? আনলক ১ ও ২-এর সময়ে ভার্চুয়াল সভা অব্যাহত রেখেছে বিজেপি। বিজেপিকে মোটেই ফাঁকা মাঠ ছাড়তে রাজি নয় শাসক দল।

অন্যদিকে একটি সূত্রের খবর, খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস ‘সোজা বাংলায় বলছি’ শীর্ষক ক্যাম্পেনে নামতে চলেছে। ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র পর তৃতীয় ক্যাম্পেন বা প্রচারাভিযান। যদিও তৃণমূলের তরফ থেকে এই ধরণের কোনও ক্যাম্পেন বা অভিযানের কথা সরাসরি অস্বীকার করা হয়েছে।

Previous articleপ্রাথমিকে নিয়োগ হচ্ছে না, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি চাকরিপ্রার্থীদের
Next articleডেঙ্গু প্রতিরোধে পুরসভার নয়া প্রকল্প “অল্প একটু সচেতনতা, ডেঙ্গু মুক্ত কলকাতা”