প্রাথমিকে নিয়োগ হচ্ছে না, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি চাকরিপ্রার্থীদের

ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। কিন্তু নিয়োগপত্র পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। এমনটাই অভিযোগ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ৩৭ জন চাকরিপ্রার্থী।

এক চাকরিপ্রার্থী জানান, ২০১৪ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ হওয়ার পর চাকরিপ্রার্থীরা তথ্যের অধিকার আইন -২০০৫ অনুযায়ী তাঁদের উত্তরপত্র দেখার আবেদন করেন। প্রশ্ন এবং উত্তরপত্রে একাধিক ভুল আছে এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রার্থী বলেন, প্রশ্ন এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তা পাঠায় হাইকোর্ট। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট দিলে ২০১৮ সালের ৩ অক্টোবর হাইকোর্ট জানায় ৩৭ জন ওবিসি চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। চলতি বছর জানুয়ারি মাসে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তা সত্ত্বেও নিয়োগ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Previous articleগ্রাহকদের অ্যালার্ট করার তালিকায় নয়া সংযোজন এবার এই সরকারি ব্যাঙ্ক
Next article৩ জুলাই তৃণমূলের মেগা ভার্চুয়াল সভায় কী বলবেন মমতা?