Thursday, November 13, 2025

৩০ বছর পর মহিলা জানতে পারলেন তিনি পুরুষ! চিকিৎসায় মিলল অদ্ভুত তথ্য

Date:

আর পাঁচজন মহিলার মতোই দেহের গঠন তাঁর। বাহ্যিক দিক থেকে তিনি একজন সম্পূর্ণ নারী। কিন্তু চিকিৎসা করাতে এসেই হঠাৎ বদলে গেল তাঁর পরিচয়। জানতে পারলেন তিনি একজন পুরুষ!
বীরভূমের বাসিন্দা বছর তিরিশের ওই মহিলা প্রচন্ড পেটে ব্যথার চিকিৎসা করাতে নেতাজী সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতালে আসেন স্বামীর সঙ্গে। মহিলার পেটে ব্যথার চিকিৎসা করতে গিয়ে য়ে রোগ আবিষ্কার করলেন চিকিৎসকরা, তা ২২ হাজার জনের মধ্যে একজনের হয়। চিকিৎসায় ধরা পড়ে তিনি মহিলাই নন, আদপে তিনি পুরুষ! টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত তিনি।
টেস্টিকুলার ক্যান্সার পুরুষদের যৌনাঙ্গের ক্যান্সারের একটি প্রকার। চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরণের ক্যান্সার মহিলাদের হওয়া সম্ভব নয়, শারীরিকগত ভাবেই। কিন্তু এক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। চিকিৎসক অনুপম দত্ত ও সৌমেন দাস দেখেন ওই মহিলার শারীরিক পরিচয় বিপরীত লিঙ্গের।
চিকিৎসকরা জানাচ্ছেন ওই মহিলা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে আক্রান্ত। এই ধরণের রোগে আপাত দৃষ্টিতে কোনও মহিলার মধ্যে সমস্যা ধরা পড়ে না। তবে তাঁদের কখনও জরায়ু বা ডিম্বাশয় তৈরিই হবে না। জন্ম থেকেই এই
দুটি অঙ্গ ওই মহিলার শরীরে থাকবে না। ফলে মাতৃত্বের সম্ভাবনা একেবারেই নেই তাঁর মধ্যে। এক্ষেত্রেও তাই হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষানিরীক্ষার পর পেটে ব্যথার কারণ স্পষ্ট হয় চিকিৎসকদের কাছে। দেখা যায় তাঁর শরীরে ছোট থেকেই তৈরি হয়েছে টেস্টিক্যালস, যা মূলত পুরুষদের শরীরে থাকে ও শুক্রাণু তৈরি করে। বায়োপসি রিপোর্টেই এই তথ্য ধরা পড়ে। চিকিৎসকরা জানান ডাক্তারি পরিভাষায় এর আরেক নাম সেমিনোমা। এই টেস্টিক্যালস গড়ে ওঠার ফলে ওই মহিলার শরীরে কখনও নারী শরীরের হরমোন টেস্টোস্টেরন তৈরিই হয়নি। শরীরে ভিতরে এই জটিলতা থাকার ফলেই সম্পূর্ণ নারী তিনি হয়ে উঠতে পারেননি। চিকিৎসকরা জানিয়েছেন, বিরল এই রোগ সাধারণত জিনঘটিত সমস্যার জন্য হয়। পরে জানা গিয়েছে ওই মহিলার পরিবারের দুই আত্মীয়ারও এই সমস্যা ছিল। ওই মহিলার বোনেরও একই সিনড্রোম ধরা পড়েছে।

বীরভূমের ওই মহিলার আপাতত চিকিৎসা চলছে। কেমোথেরাপির জেরে কিছুটা সুস্থ রয়েছেন তিনি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version