Saturday, November 15, 2025

দরকার হলে স্টেশনের স্টল থেকে বেডরোল, লিনেন কিনতে হবে যাত্রীদের

Date:

ভারতীয় রেলের ‘নিউ নর্ম্যাল বাণিজ্য’৷

মহামারির আবহে দূরপাল্লার যাত্রীবাহী স্পেশাল ট্রেনে বেডরোল, লিনেন দেওয়া বন্ধ করেছে রেল৷ তবে ঠিক হয়েছে এবার থেকে স্টেশনের স্টল থেকে সে সব বিক্রি করবে রেল। এর অর্থ, যাত্রীরা এতদিন যা বিনামূল্যে পেতেন, প্রয়োজন হলে এবার তা কিনতে হবে।

রেলমন্ত্রকের এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, মহামারির আবহে চলন্ত ট্রেনে যদি নিরাপত্তার কারনে বেডরোল, লিনেন দেওয়া রেল বন্ধ করে দেয়, তাহলে তারাই আবার সেগুলির বিক্রির ব্যবস্থা করছে কেন? রেলবোর্ড আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যেমন ট্রেনে খাবার দেওয়া হবে না, তেমনই সরবরাহ করা হবে না বেডরোল, লিনেন। থাকবে না পর্দাও। বরং পানীয় জল, খাবার থেকে শুরু করে চাদর, বালিশ, কম্বল বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্যই যাত্রীদের পরামর্শ দিয়েছিল রেলমন্ত্রক। সেইমতোই তো পদক্ষেপ করছেন সাধারণ যাত্রীরা। তাহলে এবার বিক্রি করার সিদ্ধান্ত কোন স্বার্থে ?

রেল জানিয়েছে, স্টেশনের বিভিন্ন MPS বা মাল্টি-পারপাস স্টলে বেডরোল কিটস এবং এই সংক্রান্ত অন্যান্য সামগ্রী যথেষ্ট আছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোনগুলিকে নির্দেশ দিয়েছে রেল। বেডরোলের পাশাপাশি স্টেশনের ওইসব স্টলে বিক্রি হবে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভসও। রেল বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই MRP-র থেকে বেশি দামে বেডরোল, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস বিক্রি করা যাবে না।

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version