ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে উদ্যোগী মমতা , প্রশংসায় পঞ্চমুখ বিরোধী নেতা সুজন

আসন্ন ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। এর আগে মুখ্যমন্ত্রী নিজে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে উদ্যোগী হয়েছেন ।
তবে শেষ কবে কোন ইস্যুতে তৃণমূল নেত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কোনও শীর্ষ সারির বাম নেতা তা দূরবীন দিয়ে খুঁজতে হবে। যদিও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর দরাজ প্রশংসা করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ক্লাব যাতে আইএসএল খেলতে পারে সে জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন যাদবপুরের বিধায়ক।
এর আগে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন।
বাম নেতা লিখেছেন, ‘এর আগে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ফেডারেশন সভাপতিকে ফোন করেছিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমরা ফুটবল প্রেমীরা কলকাতার তিন বড় ক্লাবকে সবসময় সেরা লিগে খেলতে দেখতে চাই। মোহনবাগান ইতিমধ্যে আইএসএলে খেলছে। এবার ইস্টবেঙ্গল এবছরই যাতে খেলতে পারে, আমাদের সেই উদ্যোগ নেওয়া উচিত। ‘
গত ১৮ জুন মুখ্যমন্ত্রীকে ওই চিঠি লেখেন সুজন। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই সেই চিঠি সামনে চলে আসে।
ওড়িশা সরকার সেরাজ্যের আইএসএল দলকে যেভাবে সাহায্য করছে, বাংলায় রাজ্য সরকার সেভাবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াক বলে বিরোধী নেতার মত।

Previous articleছেলের মৃত্যু শোক, লকডাউনে কর্মহীন, স্ত্রীর পরকীয়া! ফের শহরে অবসাদে আত্মহত্যা
Next articleঅকৃতজ্ঞ রাজনীতির বলি: পি ভি নরসিংহ রাও