Wednesday, November 12, 2025

টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। এরই মধ্যে সর্তকতা জারি করল হাওয়া অফিস । রবিবার আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার সকাল পর্যন্ত কোচবিহারে ৪৬.২ মিলিমিটার, দার্জিলিংয়ে ৬৯.০মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৩.৮ মিলিমিটার, কালিম্পঙে ৪৫.০ মিলিমিটার, শিলিগুড়িতে ৫৭.৮ মিলিমিটার ও মালদহে ১১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে অতিভারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। তবে সোমবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

এদিকে শনিবার থেকে দক্ষিণবঙ্গেও প্রচুর বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ১৫.৯ মিলিমিটার ,  বহরমপুরে ২৭.০ মিলিমিটার , ক্যানিংয়ে ৩৭.২ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ২৬.০ মিলিমিটার , মেদিনীপুরে ৩১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টিতে হয়েছে কলকাতাতেও। নেমেছে সকালের পারদ। কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৮.৮ মিলিমিটার, রাত সাড়ে আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫৬.১ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। দমদমে ৪৩ মিলিমিটার, সল্টলেকে ৪২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version