মারণ করোনার থাবা থেকে মুক্তি তো দূরের কথা, বরং সংক্রমণের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। ছাড় পারছেন না করোনা যোদ্ধারাও। এবার করোনায় আক্রান্ত রাজ্যের এক বিশিষ্ট ও নামি চিকিৎসক।
জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের ওই অধ্যাপক-চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, আক্রান্ত তাঁর স্ত্রীও। দু’জনকেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁরা দু’জনেই আইটিইউ-তে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা খবর, ওই চিকিৎসক ও তাঁর স্ত্রী, দু’জনেই এখন ভালো আছেন। প্রসঙ্গত, এর আগেও রাজ্যের বিভিন্ন হাসপাতালের একাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্য ও সাফাইকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন।