Monday, November 17, 2025

বেজিংয়ে বিক্ষোভ !

গত ১৫ জুন গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে লালফৌজের কতজন সেনা হতাহত হয়েছেন, তা নিয়ে এতদিন পরেও কোনও তথ্য প্রকাশ করেনি বেজিং৷

নিজেদের এই অকারন অবস্থানে, এবার দেশের মধ্যেই অন্যরকম চাপে পড়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷

মার্কিন সংবাদমাধ্যম ‘Breitbart’-এর একটি প্রতিবেদন বলছে, চিনের সাধারণ মানুষ এখন জানতে চাইছেন, গালওয়ানে তাঁদের ঠিক কতজন সেনার প্রাণ হারিয়েছেন৷ বিশেষ করে সেনা পরিবারের সদস্যরা নিহতদের নাম পরিচয় জানতে চাইছেন, তাদের পরিবারের কেউ মৃতের তালিকায় আছেন কি’না! সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে সরব হয়েছেন অনেকেই৷

ওদিকে, নিহত সেনাদের পরিচয় জানানো নিয়ে নীরব থাকার নীতি এখনও চিন সরকার চালিয়ে যাচ্ছে৷ এই মুখ বন্ধ করে থাকাটা সেদেশের মানুষ ভাল ভাবে নিচ্ছেন না৷

সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাকর্মীদের পরিবারের সদস্যরা শি জিনপিং-এর সরকারের সমালোচনায় দারুনভাবে সরব হয়েছেন৷ তাঁদের দাবি, সরকার এখনই গালওয়ান সংঘর্ষে নিহত চিনা সৈনিকদের নাম প্রকাশ করা হোক৷ নিজেদের পরিবারের সদস্যদের অবস্থা নিয়ে সেনা কর্মীদের পরিবারগুলিও উৎকণ্ঠায় রয়েছেন৷

গালওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল৷ কিন্তু চিনের কতজন সেনার মৃত্যু হয়, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি চিন৷ তারা যুক্তি দেখায়, উত্তেজনা প্রশমনের স্বার্থেই তারা এই তথ্য সামনে আনছে না৷ যদিও তাদের কয়েকজন কম্যান্ডারের মৃত্যু হয়েছিল বলে স্বীকার করে বেজিং৷ চিন সরকারের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস-এর সম্পাদকও ট্যুইটারে স্বীকার করেন যে সংঘর্ষে চিনেরও বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছিলেন৷ এবার চিন সরকার দেশের মধ্যেই চাপে পড়েছে৷

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...
Exit mobile version