Monday, November 17, 2025

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

Date:

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির (RJD)। একদিকে পরাজিত আরজেডি প্রার্থীরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অন্যদিকে পরিবারের মেয়েরা অস্বস্তি বাড়িয়েছে আরজেডি প্রধানের। রোহিনী আচার্য (Rohini Acharya) পরিবারকে ছাড়ার বার্তা দেওয়ার পরে লালু প্রসাদের (Lalu Prasad Yadav) চার মেয়েও শহর ছাড়লেন। যদিও এত কিছুর পরেও খোঁজ মিলছে না আরজেডির মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবের (Tejaswi Yadav)।

১৪ নভেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকেই লালু প্রসাদ যাদবের পরিবারের অশান্তি প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচনের আগে থেকেই রোহিনী সরব ছিলেন আরজেডির নেতা সঞ্জয় যাদব এবং ভাই তেজস্বীর বিরুদ্ধে। এই একই ক্ষোভ প্রকাশিত হয় নির্বাচনের ফলাফল (Bihar election result) প্রকাশের পর। এমনকি শহর ছেড়ে মুম্বই চলে যান রোহিনী।

রবিবার বেশি রাতে প্রায় একইভাবে শহর ছাড়লেন লালুর আরও চার কন্যা। রবিবার আরজেডি নেত্রী মিশা ভারতীর সঙ্গে দেখা করেন রাগিনী যাদব, ছন্দা যাদব এবং রাজলক্ষ্মী যাদব। এর পরই তাঁদের পাটনা বিমানবন্দর থেকে দিল্লীতে রওনা দিতে দেখা যায়। এর কিছু পরে লালুর আরেক কন্যা হেমা যাদবকেও পাটনা হয়ে দিল্লি রওনা দিতে দেখা যায়।

আরও পড়ুন : বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

রোহিনী (Rohini Yadav) যেভাবে আরজেডির বিরুদ্ধে সরব হয়ে শহর ছেড়েছিলেন, লালুর বাকি চার কন্যাকে সেভাবে শহর ছাড়তে দেখা যায়নি। যদিও রোহিনী জানিয়েছিলেন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও বাবা-মা অর্থাৎ লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অবনতি হয়নি। তাঁদের বিরুদ্ধে অসম্মানের কোনও অভিযোগ রোহিনী তোলেননি।

Related articles

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...
Exit mobile version