একটানা বৃষ্টি জেরে একই দিনে দুবার পাহাড়ে ধস। এবার ৫৫ নম্বর জাতীয় সড়কে। সোমবার দুপুর নাগাদ হঠাৎ ধস নেমে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে যেভাবে ধস নেমেছে তাতে এই রাস্তা ঠিক করতে সময় লাগবে। কারণ অর্ধেকের বেশি রাস্তাই ধসের কবলে চলে গিয়েছে। ইতিমধ্যেই রাস্তা পরিদর্শন করেছেন বিআরও কর্মীরা।
একটানা বৃষ্টিতেই ধস বেড়ে যাচ্ছে পাহাড়ে। পাহাড়বাসী আতঙ্কে রয়েছেন।

কারণ বর্ষার শুরুতেই যেভাবে ধস নামছে পরে কী হবে তা নিয়েই চিন্তিত সকলে।
