প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে ৮০ কোটি মানুষকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাল্টা নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আধ ঘন্টার মধ্যে জানিয়ে দিলেন, আগামী জুন মাস পর্যন্ত তিনি রাজ্যের মানুষকে বিনা মূল্যে রেশন দেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ওরা কখন দেবে, আবার কখন বন্ধ করে দেবে জানা নেই। তাই আমি আগামী বছরের জুন মাস অর্থাৎ টানা এক বছর বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলাম। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ৬০% মানুষ কেন্দ্রের রেশন পান, বাকিরা পান না। দেশের ১৩০ কোটি মানুষকে রেশন দিতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের চাইতে রাজ্যের দেওয়া রেশনের চালের মান অনেক ভালো।
