প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, বিধান রায়ের সম্মানে এদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়।
আগেই এই দিনটিকে রাজ্যে সরকারি ছুটির দিন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি লেখেন, সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতালকর্মী এবং তাঁদের পরিবারকে অভিনন্দন। তাদের কাজকে মর্যাদা দিয়ে রাজ্য সরকার এই দিনটিতে কোভিড ওরিয়রদের সম্মানে ছুটি ঘোষণা করেছে।
