Saturday, November 1, 2025

*কখনই বলিনি পতঞ্জলির ওষুধ করোনা সারাবে: পতঞ্জলির CEO বালকৃষ্ণ*

Date:

পুরোপুরি ঘুরে গেলো যোগশিক্ষক রামদেবের সংস্থা পতঞ্জলি৷ রামদেবের সংস্থা যে ওষুধ তৈরি করেছে সেই ওষুধ কোভিড-১৯ সারাতে পারে এমন দাবিই নাকি করেনি পতঞ্জলি৷

নিজেদের আগের দাবি নিজেরাই অস্বীকার করে ওই সংস্থার CEO বালকৃষ্ণ বলেছেন, “আমরা কখনই বলিনি যে আমাদের ওষুধ ‘করোনিল’ করোনাকে নিরাময় করতে বা নিয়ন্ত্রণ করতে পারে৷ পতঞ্জলি কেবল রোগীদের উপর ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল শেয়ার করেছে।”

গত সপ্তাহে রামদেবের এই চাঞ্চল্যকর দাবির জেরেই কেন্দ্র সংস্থাটির ওই পণ্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করে। পতঞ্জলি দাবি করেছিল তাঁদের তৈরি ওষুধ কয়েক দিনের মধ্যে ২৮০ জন রোগীকে সারিয়ে তুলেছে।

সংবাদ সংস্থাকে বালকৃষ্ণ বলেছেন, “আমরা কখনই বলিনি যে আমাদের ওষুধ করোনা নিরাময় করতে বা নিয়ন্ত্রণ করতে পারে৷ আমরা শুধু বলেছিলাম, আমরা একটি ওষুধ তৈরি করেছি এবং তা ক্লিনিকাল পরীক্ষায় ব্যবহার করে দেখেছি করোনার রোগীদের সারিয়ে তুলেছিল। এতে কোনও বিভ্রান্তি নেই”৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রক পতঞ্জলিকে নির্দেশ দিয়েছে, ওই ওষুধের উপাদান, তার গবেষণার ফলাফল, যে হাসপাতালগুলিতে গবেষণাটি পরিচালিত হয়েছিল, সংস্থার ইন্সটিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র ছিল কিনা এবং ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদন ছিল কিনা সে সম্পর্কিত বিশদ পেশ করতে হবে৷

ওদিকে রামদেব দাবি করেছিলেন, “আমরা কোভিড ওষুধ চালু করছি, করোনিল এবং স্বসারি। আমরা এর দু’টি পরীক্ষা চালিয়েছি৷ প্রথমে ক্লিনিকাল নিয়ন্ত্রিত গবেষণা করেছি, যা দিল্লি, আমেদাবাদ সহ অন্যান্য অনেক শহরেই হয়েছিল। এই পরীক্ষা চালানো হয়েছিলো ২৮০ জন রোগীর উপর৷ তাদের ১০০ শতাংশই সেরে গিয়েছেন। আমরা এই ওষুধের মাধ্যমে করোনাকে এবং এর জটিলতাগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এর পর সর্বাত্মক ক্লিনিকাল নিয়ন্ত্রণের পরীক্ষাও হয়েছিলো”৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রোগীদের উপর ওষুধের পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন রামদেব।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন।...

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...
Exit mobile version