স্বস্তি, দেশজুড়ে অপরিবর্তিত জ্বালানির দাম

স্বস্তি , বুধবারও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি ৷ গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েছিলেন সাধারণমানুষ ৷ লকডাউনের জেরে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর আচমকা তা হ হু করে বেড়েই চলেছিল ৷ গোটা দেশে ৭ জুন থেকে ধাপে ধাপে অনেকটাই বেড়েছে তেলের দাম ৷ একদিকে লকডাউন অন্যদিকে মূল্যবৃদ্ধি ৷ সব মিলিয়ে নাজেহাল এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তবে তারই মধ্যে মঙ্গলবার কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল ৷ মঙ্গলবার তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি ৷

বুধবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮০.৪৩ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম ৮০.৫৩ টাকা প্রতি লিটারে ৷ দিল্লির পাশাপাশি দেশের তিনটি বড় শহরে তেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ পেট্রোল ও ডিজেলের দাম বিভিন্ন শহরে-দিল্লি: পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮০.৫৩ টাকামুম্বই: পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৮.৮৩ টাকাকলকাতা: পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৫.৬৪ টাকাচেন্নাই: পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৭.৭২ টাকা। তবে গত ২৩ দিনে পেট্রোলের দাম ৯.১৭ টাকা ও ডিজেলের দাম ১০.৯০ টাকা বেড়েছে ৷

Previous articleভারতকে নিয়ে বিরূপ মন্তব্য, নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দলের
Next articleযাত্রী-সুবিধায় হুগলিতে চালু লাক্সারি ওয়াটার বাস