আলেখ্যর হাত ধরে অচেনা স্বামীজীকে চেনার সুযোগ

মাত্র ৩৯ বছরে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে কৌতুহল বা চর্চা কোনোটারই অন্ত নেই। বিদেশেও তিনি সমাদৃত হন। আজকের পৃথিবীতে একইভাবে প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। তাঁর ভাবনাকে আদর্শ করে এগিয়ে চলেছি আমরা। তবে যুগনায়কের অকাল প্রয়াণ বিশ্বের মানুষকে অনেক কিছু থেকেই বঞ্চিত করেছিল। সেই অচেনা স্বামীজীকে স্পর্শ করার প্রয়াস নিয়ে তৈরি হলো আলেখ্য। যা মুক্তি পেতে চলেছে সোশ্যাল মিডিয়ায়। ‘নিঃশেষে নিভেছে তারাদল’ আলেখ্য হাত ধরে নতুন চোখে বিবেকানন্দকে দেখার সুযোগ আসছে। কোরক বসুর পরিচালনায় তৈরি হয়েছে এই আলেখ্য। ৩রা জুলাই সন্ধে ৭ টায় কোরক বসু’র ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে। যার সঙ্গীত পরিচালনা করেছেন সিদ্ধার্থ বোস, সম্পাদনা করেছেন সুপর্ণা চট্টোপাধ্যায়, ভাষ্য পাঠ করেছেন কোরক বসু।

Previous articleহিংসার রাস্তায় নেই তৃণমূল: দিলীপ প্রসঙ্গে মন্তব্য সুদীপের
Next articleসংক্রমণ থেকে বাঁচতে একগুচ্ছ অভিনব প্যাকেজ জেএনরায় হাসপাতালের