আরব সাগরের তীরে হবে আইপিএল! জল্পনা তুঙ্গে

করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে বহু ম্যাচ। সেই তালিকায় রয়েছে আইপিএল। মহামারি পরিস্থিতির উন্নতি হলে চলতি বছর অক্টোবরে মুম্বইয়ে আইপিএল আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর এক ফ্র্যাঞ্চাইজি এই প্রস্তাব। যা নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড।

বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছে, ” বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবিষয়ে কিছু বলা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক হলে মুম্বইতে ম্যাচ হতে পারে। তবে সেটা তাড়াতাড়ি হলেও অক্টোবরের আগে নয়। মুম্বাইতেই চারটে ফ্লাডলাইট মাঠ রয়েছে। যার পরিকাঠামো অনেক উন্নত এবং পরিবেশ বান্ধব।”

প্রসঙ্গত, করোনা সংক্রমণ থেকে বাঁচতে এক শহরে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বোর্ড। একই শহরে হলে সংক্রমণের ভয়ও কম হবে। সেক্ষেত্রে বাকি সাত দলের ঘরের মাঠ বলে আর আলাদা করে কিছু থাকবে না।

Previous articleTiktok ব্যান ‘হঠকারী সিদ্ধান্ত’, মন্তব্য নুসরতের
Next articleফর্ম জমা ঘিরে হুড়োহুড়ি কুলতলিতে, আহত বেশ কয়েকজন মহিলা