Tuesday, November 18, 2025

জয়রাজ-বেনিক্স হত্যার ঘটনায় ধৃত ৪ পুলিশের বিরুদ্ধে খুনের মামলা

Date:

তামিলনাড়ুতে জেলের ভেতরে বাবা আর ছেলের ওপরে পুলিশি নির্যাতনের ঘটনায় ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃত ৪ জনের মধ্যে একজন মূল অভিযুক্ত সাব ইন্সপেক্টর রঘু গনেশকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রজু করা হয়েছে।

তুতুকডির জেলে পুলিশি অত্যাচারে মৃত্যুর ঘটনার তদন্ত চালাচ্ছে তদন্ত চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ এবং সিআইডি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্ত রঘুগণেশ এবং বালাকৃষ্ণণের বিরুদ্ধে অন্য একাধিক ধারাতেও মামলা করেছে বিশেষ তদন্তকারী দল।

প্রসঙ্গত, গত ১৯ জুন জেলের ভেতরে মর্মান্তিক অত্যাচার চালানো হয় তুতুকোডির সাধারণ এক দোকানদার জয়রাজ আর তাঁর ছেলে বেনিক্সের উপর। লকডাউনে দোকান বন্ধ করার সময় হয়ে গেলেও কেন তাঁরা দোকান খোলা রেখেছেন, সেই অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযোগ, হেফাজতে থাকাকালীন নৃশংস শারীরিক অত্যাচার চালানো হয়েছিল বাবা-ছেলের উপরে। ময়নাতদন্তের রিপোর্টে তাঁদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ২৩ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় বাবা ও ছেলের।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়ে পুলিশ। গোটা দেশই গর্জে ওঠে। প্রতিবাদীরা জর্জ ফ্লয়েড হত্যার সঙ্গেও তুলনা করতে থাকেন এই ঘটনাকে। গোটা ঘটনায় প্রবল চাপের মুখে পড়ে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় AIADMK সরকার৷ পরে ২ সাব ইনসপেক্টর রাতারাতি গ্রেফতার হন। অন্যদিকে স্থানীয় বিচার বিভাগীয় ম্যা্জিস্ট্রেট রিপোর্টে পুলিশি হেফাজতে অত্যাচারের ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসে তুতুকোডির ডিএসপি সি প্রথপন, অতিরিক্ত ডিএসপি ডি কুমার এবং কন্সটেবল মহারাজনের বিরুদ্ধ। ওই ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

Related articles

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...

বাংলাদেশি – রোহিঙ্গা তকমা! ফের অসভ্যতা সেই গিরিরাজের

ফের বাংলাদেশি, রোহিঙ্গা তকমা বাংলার মানুষকে। মিথ্যা এবং কুৎসা চলছে বিজেপির পক্ষ থেকে এবং পরিকল্পনা করে। চ্যালেঞ্জ ছুঁড়ে...

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে...

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...
Exit mobile version