করোনা সংক্রমণের জেরে বন্ধ হল বারাসতের তিনটি বাজার। নবপল্লি ছোট বাজার, ভদ্রবাড়ি এবং শাস্ত্রিজি রোড এই তিনটি বাজার আগামী ৭ দিনের জন্য বন্ধ করে দিল প্রশাসন। করোনায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু এবং আরো ২জন করোনা আক্রান্ত হওয়ায় নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাজারের এক ব্যবসায়ী। পুরসভার পক্ষ থেকে বাজার স্যানিটাইজ করার পরে আবার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
