করোনা আবহের মধ্যে এবার হোম কোয়ারেন্টাইনে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

কিন্তু কেন? জানা যাচ্ছে, বর্তমানে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন মালদহ জেলা তৃণমূলের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মূর্মু। সরলাদেবীর স্বামীও করোনা পজিটিভ। তার আগে গত ২৭ জুন সরলা মুর্মূ ও অন্যান্য নেতাদের সঙ্গে দলীয় এক বৈঠকে হাজির ছিলেন মৌসম। শুধু মৌসন নয়, ওই বৈঠকে থাকা তৃণমূলের একাধিক নেতা-নেত্রীকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সরলা মূর্মু করোনা পজিটিভ হওয়ার পরই জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
