Tuesday, November 18, 2025

ধর্মতলায় সভা নয়। ফলে বড় জমায়েতের প্রশ্নই নেই। সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই এবার ২১ জুলাইয়ে দলনেত্রীর বক্তব্য শুনবেন অসংখ্য তৃণমূল কর্মী, সমর্থক ও নেতৃত্ব। করোনা আবহে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমোর। ধর্মতলায় হবে শহিদবেদী। শহিদবেদী হবে ব্লকে ব্লকে। আর রাজ্য জুড়ে প্রায় প্রতিটি এলাকায় জায়ান্ট স্ক্রিনে শোনা ও দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির দিন তারিখও ঘোষণা করে দিলেন। কী সেই কর্মসূচি?

৬-১৩ জুলাই। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে কর্মসূচি।

১. ৭ জুলাই রেলের বেসরকারিকরণের প্রতিবাদে রেল স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ

২. পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৮ জুলাই বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ।

৩. ৯ জুলাই কয়লাখনি বেসরকারিকরণ করার প্রতিবাদে বিক্ষোভ

৪. ১০ জুলাই সমবায় ব্যাঙ্কের উপর আরবিআই-এর হস্তক্ষেপের প্রতিবাদ।

২১ জুলাইয়ে যা নির্দেশ :

১. প্রতি বুথে জমায়েত

২. বুথ প্রতি ২৫ জনের বেশি জমায়েত নয়

৩. দুপুর ১টা থেকে জমায়েত ও কর্মসূচি শুরু

৪. শহিদবেদীতে মাল্যদান

৫. নেত্রী বক্তব্য রাখবেন দুপুর ২টো থেকে

শুক্রবার তৃমমূলের মেগা ভার্চুয়াল সভায় বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি ও সভাধিপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে দলনেত্রী একদিকে দলের একুশের প্রস্তুতির কথা যেমন বলেন, ঠিক সেরকম আন্দোলনের রূপরেখা নির্ধারণ করে দেন।

বিধায়কদের দলনেত্রীর নির্দেশ, জিততেই হবে সকলকে। তার জন্য নিবিড় জনসংযোগ এখন থেকে শুরু করতে হবে। তবে সামাজিক দূরত্ব এবং সমস্ত করোনা নিয়ম নিয়ম নীতি পালন করেই জনসংযোগে নেমে পড়তে হবে।

আন্দোলনের ইস্যু কী হবে? তারও রূপরেখা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন রেল কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে লাগাতার প্রচার চলবে, অন্যদিকে পেট্রোল ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে সভা করতে হবে। প্রতিটি বুথে বুথে হবে এই সভা। আর সেই সঙ্গে তুলে ধরতে হবে রাজ্য সরকারের সাফল্যের কথা।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version