Wednesday, August 27, 2025

দুদিন আগেই সোনার দাম বেড়েছিল, পাল্লা দিয়ে বেড়েছিল রূপোর দাম । পৌঁছে গিয়েছিল ৫০ হাজারের ঘরে। কিন্তু শুক্রবার ভারতীয় বাজারে সোনার দাম পড়েছে অনেকটাই। এমসিএক্স গোল্ড ফিচার্স বলছে, ০. ২ শতাংশ এদিন কমেছে সোনার দাম। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন হয়েছে, ৪৮ হাজার ১৭১ টাকা।এদিন রূপোর দামও পড়েছে। এক কেজিতে রূপোর দাম ০.৪৮ টাকা পড়েছে। ফলে ৫০ হাজারের গন্ডি থেকে একটু নেমেছে রূপোর দাম। রুপোর দাম ৪৯,১৮৭ টাকা হয়েছে ১ কেজিতে।
কলকাতায় সোনার দাম এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৫২০ টাকা হয়েছে।
গত ৩ জুনের পর যা সবচেয়ে কম। এ নিয়ে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমল প্রায় ৫ শতাংশ। কোপেনহেগেনের স্যাক্সো ব্যাংকের মুখপাত্র অলি হ্যানসেন বলেছেন, এ সপ্তাহে করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে বাজার অস্থির হয়েছে। বিশেষ করে ডলার শক্তিশালী হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সোনার বাজারে। পণ্যটির দাম কমছেই। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে ডলার যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ফেডারেল রিজার্ভ। এই ইস্যুটি সোনার বাজারকে আরও অস্থির করতে পারে।
চেন্নাইতে শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫০ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজারের আশপাশে রয়েছে। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮ হাজার ৩৬০ টাকা রয়েছে। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭ হাজার ৫৫০ টাকায় দাঁড়িয়েছে।
সোনার দাম যেভাবে ওঠানামা করছে তা এর আগে কখনও দেখা যায়নি । করোনা পরিস্থিতিই এর জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version