BREAKING : সীমান্তে সংঘাতের মধ্যেই লাদাখে প্রধানমন্ত্রী

লেহ লাদাখে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ জুন এই এলাকাতেই ভারত-চিন সেনারা সংঘর্ষের সময় মুখোমুখি হয়েছিলেন। সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান।
এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে ও সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার সকালে সীমান্তে পৌছছেন তিনি। এদিন লেহ-এর হাসপাতালে যান প্রধানমন্ত্রী। আহত সেনাদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী আইটিবিপি সেনাদের সঙ্গে কথা বলেন। জাসকার উপত্যাকায় সিন্ধু নদীর ধারে নীমু সেখানে যান প্রধানমন্ত্রী ।

বিস্তারিত আসছে…

Previous articleIS জঙ্গি আমির রেজা খান পাকিস্তানে নিহত?
Next articleব্রিটেনের সিদ্ধান্তে চাপে চিন, ফের উত্তপ্ত হংকং পরিস্থিতি