Sunday, May 4, 2025

হাসপাতালের বিল মেটাতে পারেন নি , কর্মীদের মারে মৃত্যু অসুস্থ শ্রমিকের!

Date:

বিল মেটাতে পারেন নি হাসপাতালের। এই কারণে এক অসুস্থ শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে।
বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। জানা গিয়েছে, সুলতান খান নামের ওই ৪৪ বছরের শ্রমিক সম্প্রতি একটি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সঙ্গে ছিলেন তাঁর ভাইপো চমন। তিনি জানিয়েছেন, কয়েক দিন ধরে সুলতানের প্রস্রাবের সমস্যা হচ্ছিল। তাই ডাক্তার দেখাতে যান তিনি।

চমন জানিয়েছেন, “আমরা প্রথমে জিজ্ঞাসা করি চিকিৎসা করাতে কত খরচ হবে। তাতে হাসপাতাল জানায়, আল্ট্রাসাউন্ড করার পরে বলতে পারা যাবে। কিন্তু আল্ট্রাসাউন্ডের আগেই ওষুধের জন্য আমাদের কাছে ৫ হাজার টাকা চাওয়া হয়। সেটা আমরা দিয়ে দিই। কয়েক ঘণ্টা পরে হাসপাতালের তরফে জানানো হয়, প্রতিদিনের বেড ভাড়া বাবদ ৪ হাজার টাকা দিতে হবে।”
এত টাকা তাঁদের কাছে ছিল না বলেই জানিয়েছেন চমন। তিনি বলেন, “আমাদের কাছে অত টাকা ছিল না। তাই আমরা হাসপাতালকে বলি কাকাকে ছেড়ে দিতে। কিন্তু হাসপাতাল কাকাকে ছেড়ে দেওয়ার পরেও হাসপাতালের কর্মীরা আমাদের উপর নজর রাখে। আমাদের ধরে ৪ হাজার টাকা চাওয়া হয়। আমি বলি, কাকার অবস্থা ভাল নয়। তাই আমি ওদের কাছে হাতজোড় করে আমাদের ছেড়ে দিতে বলি। তাতে ওরা আমাদের মারতে থাকে।” এই মারের চোটেই সুলতানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ চমনের।

যদিও, অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে দানিশ আলি নামের এক চিকিৎসক জানিয়েছেন, ওই রোগী হাসপাতালের ২ হাজার টাকার বিল মেটাননি। কর্মীরা সেই টাকা চাইলে তিনিই কর্মীদের উপর হামলা চালান।
এই পুরো ঘটনা রাস্তার ধারে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় । তাতে পরিস্কার দেখা যায়, প্রথমে রোগী ও তাঁর আত্মীয়র সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে হাসপাতালের কর্মীদের। তারপর কর্মীরা হাসপাতালের ভিতরে গিয়ে আরও লোককে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে। সবার হাতে লাঠি ছিল। তারপরেই বেধড়ক মারতে শুরু করে তারা। এই মারের চোটেই সুলতানের মৃত্যু হয়।
সুলতানের পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় থানার এসআই ছোটে লাল জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version