প্রতিবেশী দেশ নিয়ে চিনের মনোভাব ফাঁস করলেন ট্রাম্প

মহামারি পরিস্থিতির মধ্যেই আগ্রাসী মনোভাব চিনের। কেন সীমান্তে তৎপর হয়েছে চিনা সেনা? সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এবার সেই সত্যি ফাঁস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, “শুধু ভারত নয় বহু প্রতিবেশীর প্রতিই এরকম আগ্রাসী চিন। অতীতেও সীমান্ত সংঘর্ষ জড়িয়ে পড়েছে চিন।”

মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেয় বলেন, “বরাবরই প্রতিবেশী দেশ নিয়ে অজানা ভয় রয়েছে চিনের। সে দেশের প্রায় সব শাসকই আতঙ্কে ভুগতেন। সেই তালিকায় রয়েছেন জিংপিংও।” ভারতের প্রতি চিনের আগ্রাসী মনোভাবকে উগ্র কমিউনিস্ট শাসনের চরম নিদর্শন বলে তোপ দাগেন ডোনাল্ড ট্রাম্প।
শুধু ভারত নয় প্রায় ২১টি দেশের উপর সীমান্ত নিয়ে আগ্রাসন দেখিয়েছে চিনা শাসকরা। এই তালিকায় রয়েছে ব্রুনেই, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, জাপান, ভিয়েতনাম, নেপাল, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ভুটান, তাজাখস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, রাশিয়া।বিশেষজ্ঞদের মতে, নিজেদের সেরা শাসক বলে মনে করে কমিউনিস্ট চিন।

Previous articleপ্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি
Next articleলাদাখে মোদির সফর নিয়ে কী প্রতিক্রিয়া চিনের?