Saturday, May 17, 2025

টিকটকের বিকল্প অ্যাপ হিসাবে খুব কম সময়েই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চিঙ্গারি । ভারতে এই অ্যাপ কয়েকদিন ধরে গুগল অ্যাপ স্টোরে ট্রেন্ডিংয়ে আছে। শুধু তাই নয়, ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার পর এই অ্যাপটির ডাউনলোড সংখ্যা বেড়েছে হুহু করে। এবার এই চিঙ্গারি অ্যাপের ওয়েবসাইট হ্যাক করলো হ্যাকাররা। এই হ্যাক করার নেপথ্যে কী চিনের হাত আছে? অধিকাংশই সেই মত পোষণ করছেন। অ্যাপের ওয়েবসাইটে গেলে বিভিন্ন ওয়েবসাইটের দেখা যাবে। শুধু তাই নয় ওয়েবসাইটে বিপদজন ম্যালিশিয়াস ফাইল ও দেখা গেছে।
জেনে রাখুন, চিঙ্গারি অ্যাপ অপারেট করে যে কোম্পানি তার ওয়েবসাইটের নাম Globussoft। এই ওয়েবসাইটকেই হ্যাক করেছে হ্যাকাররা। ইলিয়ট অল্ডার্সন নামে এক জনপ্রিয় গবেষক Globussoft ওয়েবসাইটের এই সমস্যার কথা প্রথম জানিয়েছেন । তিনি একটি টুইট করে ওয়েবসাইটে থাকা ম্যালিশিয়াস ফাইলগুলিকে নজরে আনেন।
ইলিয়ট অল্ডার্সন একজন ফ্রান্সের গবেষক । তিনি এর আগে আরোগ্য সেতুতে প্রাইভেসি সমস্যা আছে বলে দাবি করেছিলেন। যদিও অল্ডার্সনের এই দাবি উড়িয়ে দিয়েছেন চিঙ্গারি অ্যাপের কো ফাউন্ডার সুমিত ঘোষ। তিনি বলেছেন একথা সত্যি যে, চিঙ্গারি অ্যাপ Globussoft এর সাথে মিলে বানানো হয়েছে। তবে এই হ্যাকের দ্বারা চিঙ্গারি ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব পড়বে না। তিনি আরও জানিয়েছেন, চিঙ্গারি অ্যাপ ও Globussoft ওয়েবসাইটের সিকিউরিটি টিম ও ইঞ্জিনিয়ার এক নয়। তবে তারা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন ।
টিকটকের বিকল্প এই অ্যাপটি বেঙ্গালুরুর দুই প্রোগ্রামার বিশ্বাত্মা নায়ক এবং সিদ্ধার্থ গৌতমিন দ্বারা নির্মিত। ইতিমধ্যেই এই অ্যাপ ১ কোটি ডাউনলোড করা হয়েছে ।

Related articles

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...
Exit mobile version