ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৩৩ ঘণ্টা সম্পূর্ণ লকডাউনে বেঙ্গালুরু

বেঙ্গালুরুতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই কারণে শনিবার রাত আটটা থেকে আগামী সোমবার ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বেঙ্গালুরুতে। ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

পুর কমিশনার অনিল কুমার জানিয়েছেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নির্দেশেই এই ৩৩ ঘণ্টার সম্পূর্ণ লককডাউন ঘোষণা করা হয়েছে। ওই সময়ের মধ্যে শুধুমাত্র কয়েকটি জরুরি পণ্যের দোকান খোলা থাকবে। অকারণে কেউ বাইরে ঘুরলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুরনিগমের কমিশনার।

Previous articleজোড়া অলিম্পিক সোনা জয়ী চিনের কিংবদন্তি ‘সুপার ড্যান’ অবসর নিলেন
Next articleঅসমের বন্যায় মৃত বেড়ে ৩৫, জলবন্দি ১৩ লক্ষেরও বেশি মানুষ