চিনের তাঁবু ভেসে গেল গালওয়ান নদীর জলে , পিছু হটছে চিনের সেনাবাহিনী

গালওয়ান উপত্যকা বরাবর ছাউনি ও বাঙ্কার তৈরি করছে চিনা সেনা। উপগ্রহ চিত্রে ধরা পড়ছিল সেই ছবি। গালওয়ান নদীর পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই ছাউনি বানিয়ে ছিল তারা। তার সঙ্গেই মোতায়েন করেছিল অতিরিক্ত সেনা। কিন্তু সম্প্রতি সেই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে চিনা সেনা। কারণ গালওয়ান নদীতে জল বাড়ায় তার দু’পাশের এলাকা প্লাবিত হয়েছে। তাই বাধ্য হয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি।

সেনার এক উচ্চপদস্থ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আকসাই চিন এলাকা থেকে সৃষ্টি হওয়া এই গালওয়ান নদীতে বরফগলা জলের পরিমাণ হঠাৎ করেই বেশ খানিকটা বেড়ে গিয়েছে। কারণ ওই এলাকায় তাপমাত্রা বাড়ছে। ওই আধিকারিক বলেন, “খুব দ্রুত বরফ গলছে। তাই এই মুহূর্তে নদীর পাশের কোনও জায়গা সুরক্ষিত নয়।” তিনি আরও বলেন, উপগ্রহ চিত্র ও ড্রোন চিত্রে দেখা গিয়েছে, গালওয়ান নদীর পাশে তৈরি করা চিনা সেনার তাঁবু বন্যার জলে ধুয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে চিনা সেনার সেখানে থাকা কোনও মতেই সম্ভব নয় বলে সেনা সূত্রে খবর।

Previous articleফের করোনার হানা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে
Next articleব্যাপক বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়, ভারী বর্ষণ উত্তরবঙ্গেও