Thursday, August 21, 2025

ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়, ভারী বর্ষণ উত্তরবঙ্গেও

Date:

সকাল থেকেই কলকাতায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। বর্ষণের প্রভাব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগণা সহ হাওড়া, হুগলিতে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত।

হাওয়া অফিস সূত্রে খবর, একটি মৌসুমী অক্ষরেখা গোয়ালিয়র, রাঁচি, জামশেদপুর এবং এরপর হলদিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। রাজস্থান ও পূর্ব উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মূলত অন্ধ্র ও উড়িষ্যা উপকূল বরাবর। গুজরাতের উপকূলে থাকা ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে সৌরাষ্ট্র উপকূলে গিয়ে নিম্নচাপে পরিণত হবে। আর এইসবের জেরেই চলবে বৃষ্টিপাত। অন্যদিকে মুম্বইয়ে মেরিন বীচে জলছ্বাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যধিক হলেও বৃষ্টি হওয়ার ফলে দিনেরবেলায় বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে না।

হাওয়া অফিস জানিয়েছে, আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতাতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও ভারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলা ছাড়াও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এ ছাড়াও বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version