রাজ্যের প্রশংসায় কেন্দ্র! গোষ্ঠী সংক্রমণ রুখতে এবার বাংলার মডেলে রাজস্থান

গোষ্ঠী সংক্রমণ রুখতে এবার বাংলার মডেলে রাজস্থান। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের এই ‘সেফ হোম’ মডেল অনুসরণ করে উপকৃত হয়েছে রাজস্থান। এবার রাজ্য সরকারের ‘সেফ হোমে’ উদ্যোগকে প্রশংসা করল কেন্দ্র। শনিবার, সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গের এই ‘সেফ হোম’ তৈরির ভাবনার প্রশংসা করেন। তিনি জানান, এই পদক্ষেপে গোষ্ঠী সংক্রমণ রোখা যাবে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বৈঠকে জানিয়েছিলেন, কলকাতা-সব বিভিন্ন জেলায় একাধিক ‘সেফ হোম’ তৈরি করা হয়েছে। যা দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম।

প্রসঙ্গত, উপসর্গ নেই এমন রোগী বা হাল্কা উপসর্গ রয়েছে এমন রোগীদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দিয়েছিল রাজ্য। সেল্ফ আইসোলেশনে থাকা রোগীদের নজরদারি চালাবে স্বাস্থ্য আধিকারিকরা। শ্বাসকষ্ট হলে তবেই হাসপাতালে ভর্তি করা হবে তাঁদের। সরকার সব রকমভাবে সাহায্য করবে। করোনা রোগীরে ওই সব বাড়িকেই ‘সেফ হোম’ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কনটেনমেন্ট জ়োনের মতো ‘সেফ হোমগুলিকে’ বাঁশ দিয়ে ঘেরা হবে না। এতে রোগী এবং তাঁর পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে।

Previous articleতথ্য প্রমাণের অভাবে ২০১১ বিশ্বকাপ ফাইনালের তদন্ত বন্ধ শ্রীলঙ্কায়
Next articleঘুমন্ত অবস্থায় কলেজছাত্রীকে গলার নলি কেটে খুন