এবার ফুচকা-ATM, তবে মিলবে না ‘ফাউ’

অটোমেটেড টেলার মেশিন। মানে যে মেশিনে আপনার কার্ড পাঞ্চ করলে বেরিয়ে আসবে টাকা। কিন্তু না এই এটিএম মেশিন থেকে বেরিয়ে আসছে ফুচকা। আশ্চর্য সকলেই। কীভাবে সম্ভব? এই করোনা আবহে বহু মানুষের বন্ধ হয়ে গিয়েছে ফুচকা খাওয়া। তবে এমন কীর্তি দেখে একরকম চমকেই উঠছেন নেটিজেনরা।

প্রযুক্তির সৌজন্য এবার থেকে এভাবেই স্বর্গসুখ লাভ করতে পারবেন ফুচকা প্রেমীরা। ফুচকা খাওয়ার এমন মেশিন আবিষ্কারে হতবাক সকলেই।

ভারতে তৈরি এই ফুচকা এটিএম মেশিনের ছবি সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আপ্লুত নেটিজেনরা।

এই ভিডিও শেয়ার করেছেন, অসমের এডিজিপি হার্দিং সিং। অতিসম্প্রতি তিনি তাঁর টুইটারে ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “এটাই হচ্ছে আসল ভারতীয় উদ্ভাবন।”

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এটিএমের মতোই একটি মেশিন। তাতে রয়েছে ডিজিটাল স্ক্রিন। সেখানে আপনি কত টাকার ফুচকা খেতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট পরিমাণ টাকার নোট মেশিনে পাঞ্চ করলেই একটি ছোটো পর্দার মতোন অংশ থেকে একটা,একটা করে বেরিয়ে আসবে ফুচকা। তবে এই ডিজিটাল ফুচকা খাওয়ার প্রক্রিয়ায় ফাউ ফুচকা থেকে বঞ্চিত থাকবেন ফুচকা প্রেমীরা। উল্লেখযোগ্য বিষয়টি হল, অত্যাধুনিক এই মেশিনটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ছয় মাস।

Previous articleএবার মাধ্যমিকেও ভার্চুয়াল মাধ্যমের ব্যবহার!
Next article৫৮ হাজার কোটি টাকার ‘জলস্বপ্ন’ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর